হিন্দুদের ভাবাবেগে আঘাত, কমল হাসানের বিরুদ্ধে মামলা

  15-05-2019 08:10AM


পিএনএস ডেস্ক: নাথুরাম গডসকে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিপাকে অভিনেতা কমল হাসান। হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন এই অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে সোমবার অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল বিজেপিও। গেরুয়া শিবিরের তরফ থেকে জানানো হয়, রাজনৈতিক ফায়দা পেতে ইচ্ছাকৃতভাবে মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে ওই মন্তব্য করেন কমল হাসান। এই মন্তব্য জনপ্রতিনিধি আইনের ১২৩(৩) ধারার সঙ্গে মোটেও খাপ খায় না। তার মন্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে।

উল্লেখ্য, রবিবার তামিলনাড়ুর আভারুকুরিচি বিধানসভা উপ-নির্বাচনের প্রচার করেন কমল হাসান। সেখানেই তিনি বিতর্কিত ওই মন্তব্যটি করেন। তিনি বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তার নাম হল নাথুরাম গডসে৷’ পরে সভায় তিনি বলেন, ‘এখানে মুসলিম ভোট বেশি। তাই মনে হতেই পারে আমি ভোটের জন্য একথা বলছি। কিন্তু একেবারেই তা নয়। আমি এটা মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বলছি।’


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন