সুদানে ফের ব্যর্থ আলোচনা

  22-05-2019 05:43AM

পিএনএস ডেস্ক : দেশ পরিচালনায় নতুন পরিষদ গঠনে একটি চুক্তি করতে ফের ব্যর্থ হয়েছে সুদানের সেনা শাসক ও বিক্ষোভকারীরা।

খবরে বলা হয়, নতুন এই পরিষদের নেতৃত্ব একজন বেসামরিক নেতা না সেনা কর্মকর্তা দেবে সেটা নিয়ে বিতর্কে আলোচনা স্থবির হয়ে পড়ায় তারা এখন পর্যন্ত কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি।

সুদানের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক ওমর আল-বশিরকে গত মাসে ক্ষমতাচ্যুত করার পর সুদানে তিন বছর মেয়াদে অন্তবর্তী শাসনে একটি কার্যকর পরিষদ গঠন বিষয়ে উভয় পক্ষ কয়েক দফা আলোচনা করে।

বেসামরিক নেতৃত্বাধীন একটি প্রশাসন গঠনে আন্তর্জাতিক চাপ থাকায় সামরিক পরিষদ তাদের অবস্থান পরিবর্তন করে। খার্তুমের সেনা সদরদপ্তরের বাইরে কয়েক সপ্তাহ অবস্থান করা হাজার হাজার বিক্ষোভকারীর প্রধান দাবি হচ্ছে বেসামরিক নেতৃত্বাধীন একটি প্রশাসন গঠন করা।

এদিকে আলোচনা স্থগিত থাকছে কিনা সে ব্যাপারে ক্ষমতাসীন সামরিক পরিষদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন