নরেন্দ্র মোদিকে ট্রাম্পের অভিনন্দন

  24-05-2019 12:00AM

পিএনএস ডেস্ক: লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে আরোহণের খবরে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদির জয়ের খবর শুনে এক টুইট বার্তায় বিশাল জয়ের জন্য মোদিকে অভিনন্দিত করেন।

ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন, ‘বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র আর ভারতের যৌথ অংশিদারিত্ব ইস্যুতে যেসব বিষয় এখনো জমা আছে, ফের ক্ষমতায় আসার মাধ্যমে মোদি হবেন তার কর্ণধার।’

মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তার টুইট বার্তায়। ২১০৪ সালের তুলনায় আরও বেশি আসনে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ফের দেশটির ক্ষমতায় এসেছেন মোদি।

বৃহস্পতিবার দেশটির সাত দফার নির্বাচনের ফলাফলে মোদির দল বিজেটি একাই তিন শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস গতবারের চেয়ে এবার বেশি আসন পেলেও মোদির বিজেপির ধারে কাছেও যেতে পারেনি।

গত ১১ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়। সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১৯ মে। আজ বৃহস্পতিবার ২৩ ছিল ফলাফল ঘোষণার দিন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন