বিজেপিকর্মীর কাছে বাজি হেরে ন্যাড়া হলেন কংগ্রেসকর্মী

  26-05-2019 09:34AM


পিএনএস ডেস্ক: বিজেপিকর্মীর কাছে বাজি হেরে গিয়ে নিজের মাথা কামিয়ে ফেললেন এক কংগ্রেসকর্মী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ে।

রাজগড়ের হারানা গ্রামের বাসিন্দা কংগ্রেসকর্মী বাপুলাল সেন বিজেপিকর্মী রামবাবু মান্ডলোইয়ের সঙ্গে বাজি ধরেছিলেন, মোদি প্রধানমন্ত্রী হলে তিনি মাথা কামাবেন। একইভাবে রাহুল প্রধানমন্ত্রী হলে রামবাবু মাথা কামাবেন। তাদের এমন বাজি ধরার কথা সামনে আসতেই রাজগড়ের কংগ্রেস এবং বিজেপিকর্মীদের মধ্যে উৎসাহ বেড়ে যায়। দুপক্ষই অপেক্ষায় থাকে কে বাজি জিতবেন।

বিজেপি রেকর্ড ভোটে জিতে গেছে। সপ্তদশ লোকসভায় প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। তাই কথা রেখে দু'দলের কর্মী, সমর্থকদের সামনেই গতকাল শনিবার নিজের মাথা কামিয়ে ফেললেন বাপুলাল। রামবাবুর কথায় বিপক্ষ দলের কর্মী হলেও তারা একই গ্রামের বাসিন্দা। পরস্পরের প্রতিবেশী। তাই একে অপরের আনন্দেও যেমন সামিল হন তেমন সমস্যাতেও পাশে থাকেন।

কংগ্রেসকর্মী বাপুলালের অভিযোগ, ‘‌রাহুল গান্ধীর মধ্য প্রদেশে ১০ দিনের বদলে তিন মাস থাকা উচিত ছিল।’‌ তার কথায়, মধ্য প্রদেশের কৃষকদের কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করেনি কংগ্রেস। সেজন্যই লোকসভা ভোটে ফল উল্টে গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন