যুক্তরাষ্ট্রে টর্নেডো উড়িয়ে নিল আবাসিক হোটেল, নিহত ১৭

  26-05-2019 03:26PM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাতে একটি হোটেলের বেশ কয়েকজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আহতও হয়েছে বেশ কয়েকজন।

একটি সূত্র জানিয়েছে, হোটেলটির দ্বিতীয় তলার ১৭ জন নিখোঁজ রয়েছে। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি কেউ।

শনিবার রাতে ঘূর্ণিঝড় ওই এলাকায় আঘাত হানলে হোটেলের দ্বিতীয় তলা ভবনটি বিধ্বস্ত হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিরর জানিয়েছে, দেশটির ওকলাহোমা স্টেটের এল রেনো শহরে অবস্থিত হোটেল আমেরিকান বাজেট ভ্যালু ইন-এর দ্বিতীয় তলায় বেশ কয়েকজন অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতা বাড়লে বিধ্বস্ত হয় ভবনটি। এতে বেশ কয়েকজন মারা যান। এ ছাড়া বেশ কয়েকজন আহত হওয়ারও খবরে বলা হয়েছে।

তবে মৃত ও আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি মিরর।

একটি ভিডিও-তে দেখা যায়, প্রচণ্ড ঝড়ে হোটেলটির দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। ঝড়ের পর ভিডিও-তে ভেঙে পড়া ভবনের বিভিন্ন অংশ অপসারণ করতে দেখা যায় উদ্ধার কর্মীদের। সূত্র : মিরর, ডেইলি মেইল

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন