ট্রাম্প আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট: স্যান্ডার্স

  26-05-2019 05:31PM

পিএনএস ডেস্ক :ডোনাল্ড ট্রাম্পকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স। তার মতে ট্রাম্প মার্কিন সমাজকে কর্তৃত্ববাদী সমাজের দিকে নিয়ে যাচ্ছেন।

বার্নি স্যান্ডার্স আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী। শনিবার (২৬ মে) নির্বাচন উপলক্ষে তার নিজ এলাকায় প্রথম রাজনৈতিক সমাবেশে তিনি এ কথা বলেন।

আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা সম্পর্কে স্যান্ডার্স বলেন, ইরাকের সঙ্গে যে যুদ্ধ হয়েছে তার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক যুদ্ধ হবে ইরানের সঙ্গে। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা হবে অন্তহীন যুদ্ধ। যার শুরু আছে কিন্তু শেষ কখন কেউ জানে না।

এসময় তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে তিনি যুদ্ধ ঠেকাতে কয়েকজন সিনেটরকে নিয়ে কাজ শুরু করেছেন বলেও জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন