৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

  27-05-2019 03:39AM

পিএনএস ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিনগত রাত ২টা ৪১ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। খবর ব্লুমবার্গের।

এদিকে, এদিন সকালেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়৷ কম্পনের মাত্রা ছিল, ৪.৮৷

সকাল ১০টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়৷ কম্পনের কেন্দ্রস্থল ছিল বাঁকুড়া৷ মাটি থেকে ১০ কিমি গভীরে কম্পনের উৎপত্তি৷ বাঁকুড়া ছাড়া পার্শ্ববর্তী বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মালদহতে কম্পন টের পান সাধারণ মানুষ৷ এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে ভূমিকম্পের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ভয়ে অনেকে বাড়ির বাইরে নেমে আসেন৷

তারা জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। ভূমিকম্পটি লাগুনাস গ্রামের ৮০ কিলোমিটার দক্ষিণপূর্ব ও ইউরিমাগুয়াস শহরের ১৫৮ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আঘাত করে।

এদিকে ভয়াবহ ওই ভূমিকম্পের পর কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাধারণত অগভীর ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতি বেশি হয়।

অন্যদিকে ওই ভূমিকম্পের পর পেরু সরকারের জরুরি বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, সেটির মাত্রা ছিল ৭ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পের সময় রাজধানী লিমার মানুষজন আতঙ্কের কারণে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এছাড়া বিভিন্ন শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলেও খবরে জানানো হয়েছে।

উল্লেখ্য, পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। এই দেশটি তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন