অবশেষে ক্ষমা চাইলেন হংকংয়ের প্রধান নির্বাহী

  17-06-2019 03:34PM

পিএনএস ডেস্ক : চীন এবং তাইওয়ানে বন্দি বহিঃসমর্পণ সংক্রান্ত বিল নিয়ে লাখো মানুষের বিক্ষোভের মুখে অবশেষে ক্ষমা চাইলেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম।-খবর বিবিসি

এদিকে ক্ষমা চাইলেও বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি করেছেন।

রোববার (১৬ জুন) লাখ লাখ বিক্ষোভকারী কালো পোশাক পরে রাস্তায় নেমে ক্যারি লামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে এবং বিতর্কিত প্রতর্পণ বিল পুরোপুরি বাতিলের দাবি জানায়।

এ পরিস্থিতিতে এক বিবৃতিতে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ক্যারি ল্যাম। সরকারের এক মুখপাত্র বলেছেন, বিলটি নিয়ে সরকারের কার্যক্রম সমাজে বিতর্ক এবং বিরোধ সৃষ্টি করেছে। এতে জনমনে হতাশা এবং ক্ষোভ জন্ম নিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ল্যাম হংকংয়ের জনগণের কাছে এর জন্য ক্ষমা চেয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন