জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে মেজর নিহত, আহত ৩

  17-06-2019 09:36PM

পিএনএস ডেস্ক : জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। আহত তিন সেনার মধ্যেও একজন সেনাবাহিনীর মেজর রয়েছেন। খবর এনডিটিভি।

সোমবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার আচাবল এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের ওই সংঘর্ষ হয়। আহতদের দ্রুত শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিরাপত্তা বাহিনী ওই এলাকায় আজ সকালে একটি তল্লাশি অভিযান চালায়। এরপরই বন্দুকের লড়াই শুরু হয়ে যায়, যখন জঙ্গিরা সেনার উপরে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা।

এর আগে ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী বলছে, ‘সন্ত্রাসীরা’ সেনাদের লক্ষ্য করে গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে সেনারাও গুলি করে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন