তুরস্কে মেয়র নির্বাচনে আবারও হারলো একে পার্টি

  25-06-2019 01:58AM


পিএনএস ডেস্ক: তুরস্কের মেয়র নির্বাচনে আবারও হারলো ক্ষমতাসীন একে পার্টি। রবিবারের ভোট গণণা শেষে দেখা গেছে, প্রধান বিরোধীদলীয় প্রার্থী ইকরাম ইমামোগলু পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। আর তার প্রতিপক্ষ প্রার্থী পেয়েছেন ৪৫ দশমিক ৪ শতাংশ ভোট।

গত ৩১ মার্চে ইস্তাম্বুলে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও ১৩ হাজার ভোটরে ব্যবধানে জয়লাভ করেছিলেন বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র প্রার্থী ইমামোগলু। পরাজিত হয়েছিলেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের একে পার্টির প্রার্থী বিনালী ইলদ্রিম।

এর কয়েকসপ্তাহ পর একেপি’র আবেদনে মে মাসে তুরস্কের হাই ইলেকশন বোর্ড অনিয়মের অভিযোগে ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে আবারও ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। ফলে দ্বিতীয় দফায় পুনরায় দেশটির মেয়র নির্বাচনের ভোট অনুষ্ঠিতি হয় গতকাল।

এদিকে নির্বাচনে পরাজয় স্বীকার করে ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন বিনালী ইলদ্রিম। ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট রিসপে তাইয়্যেপ এরদোয়ানও।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন