সৌদিকে হুঁশিয়ারি কাতারের

  08-07-2019 04:53PM

পিএনএস ডেস্ক : কাতারের আমিরের ভাই খালিফা বিন হামাদ আলে সানি বলেছেন, তারা কখনোই যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। সোমবার এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন।

হামাদ আলে সানি লিখেছেন, কাতার যুদ্ধকামী নয়, কিন্তু কোনো দেশ যদি কাতারে আগ্রাসনের চিন্তা করে থাকে তাহলে তাদের জানা উচিত দোহা সর্বশক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে।

কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনকে উদ্দেশ্য করে তিনি এসব মন্তব্য করেন।
২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এসব দেশ কাতারের সঙ্গে জল, স্থল ও আকাশ পথে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন করে।

এরপর ২০১৭ সালের ২৩ জুন এসব দেশ কাতারকে ১২টি শর্ত দিয়ে বলে, শর্তগুলো মানলে তারা অবরোধ প্রত্যাহার করবে। ওই ১২ শর্তের উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হচ্ছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহ’র সঙ্গে কাতারকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, আল-জাজিরা টিভি চ্যানেল ও কাতারে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে। তবে ওই সব শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন