আবারও পাকিস্তানি সুন্দরীর ফাঁদে ভারতীয় সেনা সদস্য

  13-07-2019 12:51PM


পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকতে বারবার সতর্কবার্তা জারি করছে ভারতীয় সেনা। তবু ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিদেশি সুন্দরীর মোহময়ী হাতছানি এড়াতে পারছেন না অনেক সেনা সদস্যই।

সোশ্যাল মিডিয়ায় পরিচিত পাকিস্তানি বান্ধবীকে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করায় গ্রেফতার করা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর এক সদস্যকে।

অরুণাচল প্রদেশে কর্মরত ওই সেনা সদস্যকে বৃহস্পতিবার নার্নাউল রেল স্টেশনের কাছে থেকে গ্রেফতার করা হয়।

যে পাকিস্তানের তরুণীর কাছে তিনি তথ্য ফাঁস করেছেন, তিনি আসলে পাক গুপ্তচর বলে জানা গেছে। হরিয়ানার বাসিন্দা ওই সেনা সদস্যের নাম রবিন্দর। তথ্য ফাঁসের বিনিময়ে ওই নারীর কাছ থেকে তিনি ৫,০০০ টাকাও নেন বলে জানা গেছে।

দিন কয়েক আগেই বিএসএফ সদস্যদের হোয়াটসঅ্যাপে কোনও নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছিল। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নানা লোভনীয় ফাঁদ পেতে পাকিস্তান তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন