সোমালিয়ায় জঙ্গি হামলায় সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে ২৬

  13-07-2019 07:16PM

পিএনএস ডেস্ক :আফ্রিকা মহাদেশের দেশ, যুদ্ধ-বিধ্বস্ত সোমালিয়ার একটি হোটেলে জঙ্গি হামলা হয়েছে। এতে সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ জন হয়েছে।

বিবিসি জানায়, শনিবার (১৩ জুলাই) সোমালিয়ার দক্ষিণাঞ্চলের বন্দর শহর কিসমায়োতে অ্যাসাসে নামের একটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এক আত্মঘাতী হামলাকারী গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে ওই হোটেলে ঢুকে পড়ে। এরপর বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত হয় যার মধ্যে খ্যাতিমান সাংবাদিক হোডান নালেয়াহ ও তার স্বামীসহ বেশ কযেকজন বিদেশিও রয়েছেন।

হোটেলটিকে নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েক ঘণ্টা সময় নিতে হয়েছে। ইতোমধ্যে ইসলামি জঙ্গি গ্রুপ আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

হোটেল কর্তৃপক্ষ নিহতদের মধ্যে একজন রাজনীতিবিদ, তিনজন কেনিয়ার নাগরিক, তিনজন তানজেনিয়ার নাগরিক, দুইজন আমেরিকার ও একজন ব্রিটিশ নাগরিকের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।

সোমালিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট অহমেদ মোহামেদ ২৬ জনের মৃত্যু এবং ৫০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বিবিসি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন