বন্যার তোড়ে বাঘে-মানুষে এক ঘরে!

  18-07-2019 05:14PM

পিএনএস ডেস্ক : বন্যায় মানুষের বিছানায় উঠে আসে সাপ, এমন ঘটনা নতুন না। এমনকি পানির তোড়ে হাতিও নেমে আসে পাহাড় থেকে। তাই বলে ঘরের ভেতরে ঢুকে যাবে বাঘ!

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এমনটাই ঘটেছে ভারতের আসামে। বন্যা থেকে বাঁচতে ঘরের ভেতরে বিছানায় উঠে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার।

কাজিরাঙা অভয়ারণ্য জঙ্গলের কাছাকাছি এলাকার বাসিন্দা ওই ব্যক্তি নিজের ঘরে ঢুকতেই চমকে যান। দেখতে পান বিছানার ওপরে বসে আছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার।

এদিকে বিছানায় গুটি মেরে বসে থাকা বাঘের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অতিরিক্ত বৃষ্টিতে রাজ্যটির ৩৩টি জেলার মধ্যে ৩০টিই বন্যাক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ২০ জন মানুষ। বন্যা দুর্গতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখেরও বেশি মানুষ।

বন্যায় মারা গিয়েছে গৃহপালিত পশু ও বনের প্রাণীও। এই অবস্থায় বন্যা থেকে বাঁচতে ওই গৃহস্থের বাড়ি আশ্রয় নেয় বাঘটি।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বাঘটিকে চেতনানাশক গুলি মেরে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বনকর্মীরা। নিরাপদে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার আগে বাঘটিকে আহত কিনা পরীক্ষা করে দেখবেন তারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন