কাবুল বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৬

  19-07-2019 03:57PM


পিএনএস ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের মূল দরজার সামনে এক বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৭ জন। শুক্রবার স্থানীয় সময় সকালে এই হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগান কতৃপক্ষের কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সকে কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য অপেক্ষা করছিল, তখনই ওই বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একটি হাতবোমা ছুড়তে দেখি। সেটি ছোড়ার পরপরই একটি গাড়িতে আগুন ধরে যায়।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অন্য প্রবেশ পথের কাছে আরেকটি বোমা খুঁজে পায় পুলিশ। পরে তা দ্রুত নিষ্ক্রিয় করা হয়।

অবশ্য এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার কয়েক ঘণ্টা আগেই কান্দাহারে পুলিশ দফরের সামনে দুটি গাড়িবোমা হামলা চালায় তালেবান বিদ্রোহীরা। সেই হামলায় অন্তত ১২ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মায়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ২৭ জনের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর একটি গাড়িতে আগুন লেগে যায়। কারণ সেখানেও বোমা লাগানো ছিলো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন