স্বাস্থ্যঝুঁকি বাড়ায় প্যাকেটে করে মদ বিক্রি নিষিদ্ধ করল উগান্ডা!

  24-07-2019 05:12AM

পিএনএস ডেস্ক:স্বাস্থ্য হুমকি থাকায় প্যাকেটে করে মদ বিক্রি নিষিদ্ধ করেছে উগান্ডা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দিয়েছে।

বিবিসি জানায়, আফ্রিকায় সবচেয়ে বেশি মদ বিক্রি হওয়ার দেশের মধ্যে উগান্ডা একটি। নিম্ন আয়ের মানুষদের জন্য মদ সহজলভ্য করার জন্য প্যাকেটে করে মদ বিক্রি হয় দেশটিতে।

কিন্তু সহজেই অল্প টাকায় পাওয়া যায় বলে স্কুলগামী শিক্ষার্থীরাও এ মদ কিনছে। এ ছাড়া মানুষদের জন্য অতিরিক্ত মদপান বৃদ্ধি পেয়েছে। যাতে বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যঝুঁকি।

উগান্ডার বাণিজ্যমন্ত্রী আমেলিয়া কিয়াম্বাদে জানান, প্যাকেটে বিক্রি মদ সহজলভ্য হওয়ায় এটির ভোক্তা বেড়ে গেছে।

তবে দেশটির অনেক নাগরিক মনে করেন, এ নিষেধাজ্ঞার ফলে অবৈধভাবে মদ বিক্রি বেড়ে যাবে।

২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, সবচেয়ে বেশি মদ বিক্রিতে আফ্রিকার সপ্তম দেশ উগান্ডা। ২১ শতাংশের মতো মানুষ এখানে মদপান করে থাকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন