যে কারণে মালয়েশিয়ার ৩৫০ পুলিশ খুঁজছে এই কিশোরীকে!

  13-08-2019 11:45AM

পিএনএস ডেস্ক : ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নোরা কুয়োইরিন। যুক্তরাষ্ট্র থেকে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। মা-বাবার সঙ্গে এক রিসোর্টে ছিলেন। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ তিনি।

জানা গেছে, মালয়েশিয়া পুলিশের ৩৫০ সদস্য নোরাকে খুঁজে পেতে কাজ করছে। নোরাকে খুঁজে পেতে এরই মধ্যে ১ লাখ পাউন্ডের বেশি সহায়তা সংগ্রহ করা হয়েছে। মেয়ের খোঁজ পেতে মরিয়া পরিবার এবার ১০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে। নোরার মা-বাবা বলেছেন, ‘নোরা আমাদের প্রথম সন্তান। জন্মের পর থেকেই ও অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না। ওকে হারিয়ে আমাদের বুক ফেটে যাচ্ছে।’

পুলিশ বলছে, নোরা নিখোঁজ হয়ে থাকতে পারে। তবে তার পরিবারের দাবি, অপহরণ করা হয়েছে নোরাকে। এদিকে নোরাকে খুঁজে বের করতে মালয়েশিয়ার পুলিশকে সহায়তা দেওয়া শুরু করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, পুলিশ ও আইরিশ পুলিশ। এরই মধ্যে নোরার খোঁজে গভীর জঙ্গলের মধ্যে প্রায় চার বর্গকিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়েছে। নোরাকে খুঁজতে অভিযান অব্যাহত রাখায় মালয়েশিয়ার পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নোরার মা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন