কাশ্মীর ইস্যুতে মোদিকে খোলা চিঠি

  14-08-2019 10:04AM

পিএনএস ডেস্ক : কঠোর নিরাপত্তায় অবচল হয়ে পড়েছে ভারত শাসিত কাশ্মীর। সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ৬৯টি মানবাধিকার বিষয়ক কর্মী, সংগঠন, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদ। ওই চিঠিতে মোদির কাছে অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

অনুরোধ করা হয়েছে গত কয়েকদিনে খেয়ালখুশি মতো আটক সব বন্দির মুক্তি দিতে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী দেয়া বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন