কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধের দাবিতে তেহরানে বিক্ষোভ

  19-08-2019 07:38AM

পিএনএস ডেস্ক:ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিম হত্যার প্রতিবাদে ইরানের ছাত্রছাত্রীরা তেহরানে জাতিসংঘ দফতরের সামনে বিক্ষোভ করেছে।

রবিবার (১৮ আগস্ট) বিকেলে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়।

এ সময় তারা কাশ্মীরে মুসলিম হত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং হত্যা-নির্যাতন বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।

বিক্ষোভ সমাবেশ শেষে এক বিবৃতিতে ছাত্র-ছাত্রীরা বলেন, ইসলাম ধর্ম এবং মানবিকতা এটাই বলে যে, প্রতিটি মানুষেরই তার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং স্বাধীনভাবে বসবাস করা তার মৌলিক অধিকার। কিন্তু বহু বছর ধরে কাশ্মীরিদের স্বাধীনতা হরণ করা হয়েছে এবং সম্প্রতি ভারত সরকার ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় কাশ্মীরিদের জন্য আরও বেশি দুঃসহ পরিস্থিতি সৃষ্টি করেছে এমনকি বিদেশের সঙ্গে সব ধরণের যোগাযোগের সুযোগ বন্ধ করে দিয়েছে।

এ সময় তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে কাশ্মীরিদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

তারা বলেন, ভারত সরকার কাশ্মীরি জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে ভারতকে কাশ্মীরিদের ওপর জুলুম বন্ধ করতে হবে।

গত ৫ আগস্ট বিশেষ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কারফিউ জারি করে রেখেছে ভারত সরকার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন