ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  21-08-2019 02:28AM

পিএনএস ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আগামী শুক্রবার ফ্রান্স সফরে যাচ্ছেন।

সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে একথা বলা হয়।

জারিফের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইরনা জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইয়েভ লা দ্রিয়ানের সঙ্গে সাক্ষাতের জন্যে সে ফ্রান্স সফর করবেন।

সূত্র মতে, জারিফ বর্তমানে ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে রয়েছেন। তিনি আগামী সপ্তাহে চীনও সফর করবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন