পাকিস্তানেই জঙ্গিবাদের প্রধান শেকড় : মোদি

  12-09-2019 09:25PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৯/১১ ঘটনার কথা স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জঙ্গিবাদ বর্তমানে একটি বৈশ্বিক হুমকি এবং পাকিস্তানেই তার প্রধান শেকড় প্রোথিত আছে।

উত্তরপ্রদেশের মাথুরায় বুধবার গবাদিপশুর রোগ নিরাময় বিষয়ক একটি প্রোগ্রামের উদ্বোধন করতে এসে দেওয়া ভাষণের এক পর্যায়ে তিনি এই বক্তব্য দেন।

নরেন্দ্র মোদি বলেন, বর্তমান বিশ্ব নিরাপত্তার প্রশ্নে জঙ্গিবাদ একটি বড় হুমকি। এটি এখন এতোই বিস্তৃত বিষয় যে, একে কোনো নির্দিষ্ট দেশ বা সীমারেখার গণ্ডিতে পরিমাপ করা যায় না। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, আমাদের প্রতিবেশী দেশেই জঙ্গিবাদের প্রধান শেকড় ছড়িয়ে আছে, যা পুরো বিশ্বের জন্যই হুমকি।

জঙ্গি দমনে নিজের প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেন, ‘ভারত সবসময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে তৎপর। অতীতেও আমরা এ ব্যাপারে ভালো সাফল্য দেখিয়েছি এবং ভবিষ্যতেও আমাদের দমন তৎপরতা চলবে।’

মোদির বক্তব্যের জবাবে পাকিস্তানের কোন প্রতিক্রিয়া এখনও জানা যায় নি।
সূত্র. টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন