ব্রাজিলে হাসপাতালে আগুন লেগে নিহত ১১

  15-09-2019 08:10AM



পিএনএস ডেস্ক: ব্রাজিলেও রিও ডি জেনেরিও-তে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এদের অধিকাংশ বয়স্ক ব্যক্তি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা মনে করছেন।

তবে সিটি মেয়র নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর ফরেনসিক ইনষ্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি বয়সের। এদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল।

হাসপাতাল থেকে বলা হয়েছে, আগুন লাগার ওই সময়ে সেখানে ১০৩ জন রোগী ছিল। তাদের উদ্ধারে সহায়তার জন্যে ১শ’ চিকিৎসক কাজ করে। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। সূত্র : বাসস।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন