তুরস্কে এস-৪০০ এর দ্বিতীয় চালান সম্পন্ন

  16-09-2019 11:01AM


পিএনএস ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী গতকাল রোববার বলেছেন, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। তিনি জানান, ২০২০ সালের এপ্রিল মাসে এই প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি সক্রিয় ও কার্যকর করা হবে। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তুরস্কের কেনা নিয়ে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর প্রতিরক্ষা নীতির সাথে এস-৪০০ কেনা সঙ্গতিপূর্ণ নয় এবং লকহিড মার্টিনের এফ-৩৫ ‘স্টিলথ’ যুদ্ধবিমানের জন্যও হুমকিস্বরূপ।

এস-৪০০ ক্রয়ের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও জুলাই মাসে প্রতিরক্ষাব্যবস্থাটির প্রাথমিক যন্ত্রাংশগুলো আঙ্কারায় পৌঁছে দেয়া হয়েছিল। তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আঙ্কারা এখন পর্যন্ত ওয়াশিংটনের সতর্কতাকে বাতিল করে দিয়েছে।

এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আঙ্কারায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান সরবরাহ সম্পন্ন হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন