গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

  16-09-2019 12:42PM


পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-পিএফএলপি। শনিবার সন্ধ্যায় ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় তারা। তবে স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎস দাবি করেছে, ওই ড্রোনটি সম্ভবত ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামী জিহাদের, যা ভুল করে ভূপাতিত করেছে পিএফএলপি। তেল আবিব দাবি করেছে, তাদের কোনো ড্রোন ভূপাতিত হওয়ার ব্যাপারে তারা এখনো অবগত নয়।

পিএফএলপির পক্ষ থেকে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার কথা জানালেও গাজার সূত্রগুলোর বরাতে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎস দাবি করেছে, পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত ওই উপত্যকার শাসক দল হামাস ও ইসলামী জিহাদ ওই বিষয়টি খতিয়ে দেখছে। সূত্রগুলো জানিয়েছে, গাজার খান ইউনুস এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেখানে ইরানের তৈরি একটি ড্রোন ছিল, যা ইসলামী জিহাদ ব্যবহার করে। ইসরায়েলি ভেবে ওই ড্রোনে ভুল করে গুলি চালায় পিএফএলপি।

তবে হামাস ও ইসলামী জিহাদ ওই বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি। এর আগে গত সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসারাইলি ড্রোন ভূপাতিত করার কথা জানায় ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করার কথা জানিয়েছিল। সে সময় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল তারা বিষয়টি তদন্ত করছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন