মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ভিয়েনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

  16-09-2019 10:30PM

পিএনএস ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আরিফ ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি যুবক মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার রাজধানী ভিয়েনার ডোনাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মস্তিস্কে রক্তক্ষরণের কারণে ভিয়েনার ডোনাউ হাসপাতালে ভর্তি করা হয় আরিফকে। সেখানে থাকা অবস্থায় আরিফের কোন জ্ঞান ফেরেনি। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরিফের মৃত্যুর বিষয়ে ভিয়েনা প্রবাসী তার চাচা আব্দুল ওয়াহেদ জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেলে ফোনে কথা বলতে বলতে ব্রেন স্ট্রোকে করেন। ব্যক্তিগত জীবনে আরিফ বিবাহিত এবং এক সন্তান রয়েছে তার।

নাটোরের বড়াইগ্রামের মৃত আব্দুল ওয়াদুদের সন্তান আরিফ ইসলাম ২০১৫ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রিয়াতে আসেন। আরিফের আকস্মিক মৃত্যুর খবর শুনে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

আব্দুল ওয়াহেদ জানান, অস্ট্রিয়াতে যাবতীয় কার্যক্রম শেষ করে পরিবারের ইচ্ছা অনু্যায়ী আরিফের লাশ খুব দ্রুত দেশে পাঠানো হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন