‘সৌদি আগ্রাসন বন্ধ করলে ইয়েমেনও হামলা বন্ধ করবে’

  23-09-2019 01:49AM



পিএনএস ডেস্ক: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন শর্তসাপেক্ষে হামলা বন্ধের যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

আনসারুল্লাহ বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট আগ্রাসন বন্ধ করলে তারাও সৌদি আরবে হামলা বন্ধ করে দেবে।

শনিবার (২২ সেপ্টম্বর) জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথস এক বিবৃতিতে বলেছেন, এই সুযোগকে কাজে লাগানো জরুরি এবং সহিংসতা, সামরিক উত্তেজনা ও অনর্থক বক্তব্য কমাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

শুক্রবার হুথি আনসারুল্লাহর সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদী আল মাশহাত বলেছেন, তারা সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করে দিতে রাজি আছেন, তবে তার আগে সৌদি আরব ও তার মিত্রদের পক্ষ থেকে ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে।

জাতিসংঘের বিশেষ দূত ওই প্রস্তাব প্রসঙ্গে আরো বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা ইয়েমেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে দৃঢ়তা ও সদিচ্ছার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গণ্য হবে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চলছে। এর প্রতিক্রিয়ায় দেশটির মূল সংগঠন আনসারুল্লাহর সহযোগিতায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন