ভারতের আকাশে পাক ড্রোনের আনাগোনা, হাই অ্যালার্ট জারি!

  09-10-2019 11:10AM

পিএনএস ডেস্ক: পঞ্জাব সীমান্তে ফের পাক ড্রোনের আনাগোনা। সোমবার রাতে পঞ্জাব সীমান্তের ফিরোজপুরে হোসেইনিওয়ালা সীমান্তে ৫টি পাক ড্রোন দেখতে পায় বিএসএফ। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। সতর্কতা জারি করা হয়েছে পাক সীমান্তে।

বিএসএফ সূত্রে খবর, ভারতীয় আকাশসীমা ড্রোনগুলিকে একবার দেখা গিয়েছে। সোমবার রাত ১০ টা থেকে ১০টা ৪০শের মধ্যে ড্রোনগুলিকে দেখা যায়। একপর মাঝরাতের দিকে আবারও একবার দেখা গিয়েছিল ড্রোনগুলিকে।

যার জেরে সকাল থেকেই পঞ্জাব সীমান্তে কড়াভাবে নজরদারি চালানো হচ্ছে। বেশ কয়েকদিন আগেই পঞ্জাব সরকার বাজেয়াপ্ত করেছিল দুটি ড্রোন। যা দিয়ে সীমান্ত পেরিয়ে এপারে অস্ত্র ফেলে যাওয়া হয়েছিল। এবারও সেরকমই কিছু করার উদ্দেশ্য পাকিস্তানের রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সন্দেহজনক তেমন কিছু এখনও পাওয়া যায়নি।

সেপ্টেম্বরের শেষদিকেও এমন আরেকটি ড্রোন উদ্ধার করেছিল নিরাপত্তাবাহিনী। এই ঘটনার তদন্ত শুরু করেছে এএনআই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন