যুক্তরাষ্ট্রে এবার গাঁজা ক্যাফে

  09-10-2019 02:51PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রে উদ্বোধন হয়েছে প্রথম গাঁজা ক্যাফে। এখন থেকে ক্যাফেতে বসেই খাওয়া যাবে এই মাদক দ্রব্য। লোয়েল ফার্মস: অ্যা ক্যানাবিজ ক্যাফে নামে লস অ্যাঞ্জেলেসের ওই ক্যাফেতে মিলবে পছন্দ মতো খাবার, সঙ্গে গাঁজা।

চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহারের অনুমতি থাকলেও ক্যাফে বানিয়ে মারিজুয়ানা সেবন নিষিদ্ধ রয়েছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রদেশে। তবে এবার সেই নিয়ম ভাঙল ওয়েস্ট হলিউড।

এ পর্যন্ত মোট ৮ জনকে এখনও গাঁজা ক্যাফের লাইসেন্স দিয়েছে ওয়েস্ট হলিউড প্রশাসন। আবেদন পড়েছিল ৩শ। প্রথম লাইসেন্স পেল লোয়েল ফার্মস।

গাঁজা সেবনকারীদের জন্য বানানো হয়েছে বিশেষ খাবার দাবার। তবে ক্যাফের প্রধান সেফ অ্যান্ড্রিয়া ড্রুমার জানিয়েছেন, খাবার সঙ্গে গাঁজা সেবন করা যাবে না। তা করতে হবে আলাদাভাবে।

ক্যাফের তরফে জানানো হয়েছে, পাইপ অথবা হুঁকার সাহায্যে গাঁজা খাওয়া যাবে। ৫৯০০ স্কোয়ার ফিটের বিশাল ক্যাফে চত্বরে থাকবে স্মোকিং ও নন-স্মোকিং জোন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন