ভারত ভ্রমণে অসুস্থ হলে মেডিকেল ভিসা লাগবে না

  10-10-2019 07:06AM


পিএনএস ডেস্ক: বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনো বাংলাদেশি নাগরিক অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতীয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তার প্রাথমিক ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না।

বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকেই আক্রান্ত এমন রোগের (অঙ্গপ্রতিস্থাপন ছাড়া) ইনডোর মেডিকেল ট্রিটমেন্ট প্রাথমিক ভিসাতেই করতে পারবেন।

এতদিন ট্যুরিস্ট কিংবা অন্য ভিসায় ভারতে প্রাথমিক চিকিৎসার অনুমতি থাকলেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর অনুমতি ছিল না।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন