কাশ্মীরে তুমুল সংঘর্ষ, এক পাকিস্তানি সেনা নিহত

  10-10-2019 03:05PM


পিএনএস ডেস্ক: কাশ্মীরে তুমুল সংঘর্ষের মুখে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ভারত ও পাকিস্তানের সৈন্যরা। সংঘর্ষে ভারতীয় সেনার গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে ভারত ও পাকিস্তান। ভারত বলছে, পাকিস্তান আরও একবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে পাকিস্তানবলছে, ভারত নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পার করেই গুলি চালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই বেসামরিক পাকিস্তানি।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) উপর ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় সেনার গুলিতে এক পাক-সেনার মৃত্যু হয়েছে। পুঞ্চ জেলার অনেক গ্রামকে এলওসির কাছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে টার্গেট করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী থেকে পুঞ্চের মেন্দার ও বালাকোট সেক্টরে গুলি চালানো অব্যাহত রয়েছে। সূত্র : এনডিটিভি ও ডন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন