‘ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়া হবে’

  13-10-2019 01:07AM



পিএনএস ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় তার দেশের তেল ট্যাংকারের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তা বিনা জবাবে পার পাবে না।

তিনি বলেন, আন্তর্জাতিক পানিসীমায় জাহাজ চলাচলকে অনিরাপদ করার জন্য যে ডাকাতি ও দস্যুতা হয়েছে তার জবাব দেয়া হবে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ইরানের জাতীয় তেল কোম্পানির ট্যাংকার সাবিতি সৌদি আরবের জেদ্দা সমুদ্রবন্দর থেকে ৬০ কিলোমিটার দূরে লোহিত সাগরে সন্দেহভাজন হামলার শিকার হয়।

ইরান বলছে, জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

আলী শামখানি জানান, তেল ট্যাংকার সাবিতির ওপর হামলার ব্যাপারে তদন্ত পরিচালনা জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে তাদের রিপোর্ট জমা দেবে এবং ওই কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

আলী শামখানি জানান, হামলার ব্যাপারে যে ভিডিও ফুটেজ এবং তথ্য-উপাত্ত পাওয়া গেছে তা পরীক্ষা করে বিপজ্জনক এই অভিযানের ক্লু পাওয়া গেছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন