‘৩৭০ অনুচ্ছেদ বাতিলে ক্ষুব্ধদের সাজা দেয়া উচিত’

  19-10-2019 11:59PM



পিএনএস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলে যারা ক্ষুব্ধ; তাদেরকে সাজা দেয়ার পাশাপাশি রাজনীতি থেকে বিদায় করে দেয়া উচিত। হরিয়ানা বিধানসভার নির্বাচন উপলক্ষে শনিবার তিনি সেখানকার হুদা ময়দানে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘চেয়ারের জন্য নয়, দেশের জন্য বাঁচি। ১২৫ কোটি ভারতীয়র জন্য বাঁচি। আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করায় কংগ্রেসের ক্ষোভ সপ্তম আকাশে রয়েছে। এ ধরনের মানুষদের শাস্তি দেয়া উচিত ও রাজনীতি থেকে অব্যাহতি দেয়া উচিত।’

প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস সরকার সন্ত্রাসীদের ভয় পেয়েছিল। কাশ্মীর ইস্যু বিগত ৭০ বছর ধরে আটকে ছিল। কংগ্রেস এর সমাধান করতে পারেনি। আমরা ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান কার্যকর করেছি।’

তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি পালন করি। যারা আমাদের ভয় দেখিয়েছিল, তাদেরকে আজ ভীত দেখাচ্ছে। আজ ভারতের সেনাবাহিনী শক্তিশালী হয়েছে। আমরা ক্ষমতায় আসার পরে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে একটি অভিযান চালিয়েছি। আজ আধুনিক সাবমেরিন এবং রাফায়েলের মতো আধুনিক যুদ্ধবিমান আমাদের সেনাবাহিনীর একটি অংশ।’

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছিলাম যে দেশে এমন সরকার হওয়া উচিত, ভারতে এমন একটি সরকার হওয়া উচিত যা বিশ্বের সঙ্গে চোখ রেখে কথা বলতে পারে। ভারত আজ বিশ্বের সাথে চোখ নত করে নয়, চোখে চোখ রেখে কথা বলে।’

হরিয়ানাতে আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর। পার্সট্যুডে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন