ক্যারি লামকে সরানোর পরিকল্পনা গ্রহণ চীনের

  23-10-2019 02:18PM


পিএনএস ডেস্ক: হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন। ফিন্যান্সিয়াল টাইমস বুধবার এ খবর প্রকাশ করেছে।

হংকংয়ে ক্যারি লামের আসনে একজন অন্তবর্তীকালীন নেতাকে বসানো হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাক্ষরের পর আগামী মার্চে তার উত্তরসূরীকে নিয়োগ দেয়া হবে।
ক্যারি লামের মেয়াদ শেষ হবে আগামী ২০২২ সালে। ক্যারি লামের পদে থেকে সরে দাঁড়ানোর পর তার উত্তরসূরী সে মেয়াদ পূর্ণ করবেন।

হংকংয়ে পাঁচ মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া প্রধান নির্বাহী ও সংসদ সদস্য নির্বাচন না করলে তারা বিক্ষোভ বন্ধ করবেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন