আল-কায়েদার কাশ্মীর প্রধান হামিদ লেলহরি বন্দুকযুদ্ধে নিহত

  23-10-2019 02:29PM

পিএনএস ডেস্ক : জম্মু-কাশ্মীরে সক্রিয় জঙ্গিসংগঠন আল-কায়েদার ইউনিট প্রধান হামিদ লেলহরি ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের আওন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ শুরু হয়। এ ঘটনায় হামিদ লেলাহারীসহ আরো দুইজন নিহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে।

তারা জানায়, নিরাপত্তা বাহিনীর একটি দল সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে তল্লাশি অভিযান শুরু করায় এই সংঘর্ষের শুরু হয়।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, তারা ওই জায়গা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

নিহত হামিদ লেলহরি জম্মু-কাশ্মীরের পূর্ববর্তী আল-কায়েদার ইউনিট প্রধান জাকির মুসার উত্তরসূরি ছিলেন।

জাকির মুসা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার দুই সপ্তাহ পরে হামিদ লেলহরিকে এজিএইচ প্রধান ঘোষণা করা হয়েছিল। ৩০ বছর বয়সী হামেদ লেলাহারী কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন