সৌদি আরবে হ্যালোইন উৎসব উদযাপন ঘিরে ক্ষোভ

  08-11-2019 09:14AM


পিএনএস ডেস্ক: সৌদি আরবে হ্যালোইন উৎসব উদযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এ উৎসব উদযাপনে সৌদির রাজধানী রিয়াদে অদ্ভুত দর্শন ভাস্কর্য তৈরি করা হয়। অনেকে ওই ভাস্কর্যের ছবি ও ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, এমন ভাস্কর্য তৈরি করা ইসলামের আদর্শের পরিপন্থী। সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ নিয়ে খবর প্রকাশ করেছে।

পর্যটকদের দৃষ্টি আকর্ষণে তিন মাস ব্যাপী 'রিয়াদ মৌসুম' উপলক্ষ্যে বেশ কিছু সাংস্কৃতিক কার্যক্রম হাতে নিয়েছে সৌদি আরব। তারই অংশ হিসেবে বিশালাকার অশুভ শক্তির প্রতীকের ভাস্কর্য তৈরি করা হয় রিয়াদের রাস্তায়। এটি ঘিরে ছিল সঙ্গীত ও আলোকসজ্জা।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইসলামের জন্মভূমিতে কীভাবে এমন উৎসব পালন করা হয় এবং ইসলামের আদর্শের পরিপন্থী ভাস্কর্য তৈরি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন