ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৫

  08-11-2019 10:06AM


পিএনএস ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২০ জনের বেশি মানুষ।

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরের পর এই ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে এটি আঘাত হানে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কম্পনটি তুলনামুলকভাবে শক্তিশালী ছিল। মধ্যরাতের পর আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।

ইরানি সংবাদমাধ্যমগুলো হতাহতের বিস্তারিত বিবরণ এখনও জানায়নি। তবে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। সূত্র: প্রেস টিভি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন