মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন!

  11-11-2019 07:59AM



পিএনএস ডেস্ক: মায়ের জন্য পাত্র চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন ভারতের চন্দননগরের যুবক গৌরব অধিকারী।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কীরকম পাত্র চাই, তা লিখেওছেন নিজের ফেসবুকে। বাবা গত হয়েছেন ২০১৪ সালে। মা দোলা অধিকারীকে একাই থাকতে হয় বাড়িতে। সঞ্চালক হওয়ায় কর্মসূত্রে মাঝেমধ্যেই বাড়ির বাইরে থাকেন। তাই সময় দিতে পারেন না মা’কে। তাই মায়ের জন্য সঙ্গীর খোঁজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি।

গৌরবের কথায়, মা আমার মা’ও বটে, আবার কন্যাও বটে!

তাই ছেলে হয়ে একজন ‘বাবা’র মতোই দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছেন তিনি। আজ গৌরবের জন্মদিন। দায়িত্ববান পুরুষের মতো মায়ের জন্য পাত্রের খোঁজ করেই তিনি উদযাপন করছেন এই দিনটিকে।

তা পাত্র কেমন হতে হবে? গৌরবের কথায়, টাকা-পয়সা বা সম্পত্তি কিছু চাই না। তবে পাত্রকে স্বনির্ভর হতে হবে আর মা’কে ভাল রাখতে হবে। চন্দননগরে আমাদের নিজেদের বাড়ি আছে। একজন সুস্থ সবল ভাল মনের মানুষ হলেই হল। কে কী ভাবল বা বলল, যায়-আসে না! দিনের শেষে আমি চাই আমার মা আর পাঁচ জনের মতো ভাল থাকুক, হাসিখুশি থাকুক।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন