সৌদি জোটের অবরোধ কাতারকে থামিয়ে রাখতে পারেনি : কাতারের আমির

  12-11-2019 08:41PM

পিএনএস ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞায় কাতারকে থামিয়ে রাখতে পারেনি বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সম্প্রতি দেশটির শুরা কাউন্সিলের ৪৮তম অধিবেশনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।

শেখ তামিম বলেন, ‘আমরা এই অবরোধের প্রতিবন্ধকতা অতিক্রম করেছি এবং আমরা কাতারের জাতীয় ভিশন : ২০৩০ অর্জনের কাছাকাছি পৌঁছেছি।’

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্রতা আনার জন্য কাজ করছে কাতার। কাতার পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নৈতিকতার ওপর বিশ্বাসী।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে। উপসাগরীয় দেশটির সঙ্গে স্থল, বিমান ও সমুদ্র সংযোগও বন্ধ করে দেয় তারা।

আরব প্রতিবেশীদের অভিযোগ, কাতার সন্ত্রাসবাদে সমর্থন করছে ও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে অবরোধকে তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে দোহা।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন