কাবুলে পথ চলতি মানুষের ওপর গাড়ি বোমা হামলা, নিহত ৭

  13-11-2019 02:37PM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়ি বোমা হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে যখন লোকজন হন্তদন্ত হয়ে কর্মস্থলের দিকে ছুটছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটেছে।

তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা ও এএফপি এমন খবর দিয়েছে।

মঙ্গলবার তালেবানের হাতে বন্দি এক মার্কিন ও এক অস্ট্রেলীয় অধ্যাপকের বিনিময়ে দুই তালেবান কমান্ডার ও হাক্কানি গোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয়া হয়। এর পরদিনই রাজধানীতে গাড়ি বোমা হামলার এ ঘটনা ঘটলো।

যদিও বন্দি বিনিময়ের মাধ্যমে আফগানিস্তানের সহিংসতা কিছুটা কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন বিশ্লেষকরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কাবুল বিমানবন্দরের উত্তরাংশের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। এটি আত্মঘাতী হামলা ছিল। নিহত সাতজনের সবাই বেসামরিক নাগরিক।

তবে হতাহতের তালিকায় কোনো বিদেশি নাগরিক রয়েছেন কিনা তাও নিশ্চিত করতে পারেননি মুখপাত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি বলেন, নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী একটি স্কুলগামী শিক্ষার্থীও ছিল।

তিনি জানান, শত্রুদের জানা উচিত যে শান্তির প্রতি আমাদের জনগণ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি অর্জনের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন