রাশিয়ায় কলেজে বন্দুকধারীর গোলাগুলিতে হতাহত ৫

  15-11-2019 08:29AM



পিএনএস ডেস্ক: রাশিয়ার একটি কলেজে গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারী এক শিক্ষার্থীর গুলিতে অন্তত একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে।

বন্দুকধারী স্কুল শিক্ষার্থীও আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালের দিকে পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে।

রাশিয়ার স্কুল এবং কলেজে গোলাগুলির ঘটনা খুবই বিরল। দেশটির কঠোর আগ্নেয়াস্ত্র আইন রয়েছে।

তবে বৃহস্পতিবারের এই গোলাগুলির ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত কর্মকর্তারা বলেছেন, রাইফেল নিয়ে ওই শিক্ষার্থী কলেজে গুলিবর্ষণ করে।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩৫০০ কিলোমিটার দূরের চীন সীমান্তের ব্লাগোভেশচেনস্ক শহরে কলেজটি অবস্থিত।

হামলাকারী শিক্ষার্থী কলেজের ১৯ বছর বয়সী এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে। গুলিতে আহত অপর তিন শিক্ষার্থীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। রয়টার্স।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন