`মার্কিন বলদর্পিতার কাছে ভারত আত্মসমর্পণ করেছে’

  17-11-2019 07:21AM

পিএনএস ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ভারতের সমালোচনা করে বলেছেন, মার্কিন বলদর্পিতার মুখে নয়াদিল্লি আত্মসমর্পণ করেছে এবং অবৈধ নিষেধাজ্ঞা মেনে নিয়ে তারা ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে।

দিল্লি থেকে তেহরান সফররত একদল সাংবাদিককে জাওয়াদ জারিফ বলেন, অবশ্যই ভারত নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেটা উৎসাহব্যঞ্জক কিন্তু আমরা আশা করি আমাদের বন্ধুরা মার্কিন চাপের মুখে আরো শক্ত অবস্থান নেবে।

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার আগে ভারত প্রতিদিন ইরান থেকে চার লাখ ৫৭ হাজার ব্যারেল তেল আমদানি করত। কিন্তু ২০১৯ সালের মে মাস থেকে ভারত তেল আমদানি বন্ধ করে দিয়েছে। সে সময় ওয়াশিংটন ইরানের বড় তেল ক্রেতাদের ওপর থেকে নিষেধাজ্ঞা-ছাড় তুলে নেয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভারত কেন যুক্তরাষ্ট্রকে চটাতে চায় না তিনি তা বুঝতে পেরেছেন।

জারিফ বলেন, লোকজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালোর দিকে অবস্থান নিতে চান কিন্তু সমস্যা হলো তার কোনো ভালো দিক নেই।

জাওয়াদ জারিফ বলেন, “মার্কিন চাপের মুখে আপনারা যদি ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেন তাহলে আমরাও ভারত থেকে চাল আমদানি করতে পারবো না।”

জারিফ আশা করেন তেহরান ও নয়াদিল্লির পুরনো বন্ধুত্বের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন