শ্রীলঙ্কার নির্বাচনে এগিয়ে গোতাবায়া রাজা পাকসে

  17-11-2019 01:22PM


পিএনএস ডেস্ক: শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার প্রাথমিক ভোট গণনায় গোতাবায়া রাজা পাকসে ব্যাপক ব্যাবধানে এগিয়ে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজা পাকসের ছোট ভাই গোতাবায়া তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন।

নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বি রাজা পাকসে প্রায় পাঁচ লাখ ভোট গণনায় পেয়েছেন ৫২.৮৭ শতাংশ এবং আবাসনমন্ত্রী সজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩৯.৬৭ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এ কথা জানানো হয়।

বামপন্থী অনুরা কুমারা দেশনায়েক তৃতীয় অবস্থানে রয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৪.৬৯ শতাংশ।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় বলেছেন, বিচ্ছিন্ন সহিংস ঘটনায় অনেক লোক আহত হওয়া সত্ত্বেও শনিবারের ভোটে এক কোটি ৫৯ লাখ ৯০ হাজার ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে।

রাজা পাকসে (৭০) দ্বীপ দেশটির সিংহলি এলাকায় সংখ্যাগরিষ্টতা পেয়েছেন। অপরদিকে সাবেক নিহত প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার পুত্র লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টিও (ইউএনপি) নেতা সজিথ প্রেমাদাসা (৫২) দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় সংখ্যালঘু তামিল এলাকায় ভোটে জোড়ালো সমর্থন পেয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন