শ্রীলঙ্কায় ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

  21-11-2019 05:40PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কায় গোতাভায়া রাজাপাকসা প্রেসিডেন্ট হওয়ার তিন দিন পার না হতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারই বড় ভাই মাহিন্দা রাজাপাকসা। জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে ছোট ভাইয়ের কাছে শপথবাক্য পাঠ করেছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হেরে যাওয়ার কারণে শ্রীলঙ্কার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হয়েও রনিল বিক্রমেসিংহের সরকার পদত্যাগ করে আজ বৃহস্পতিবার সকালে। সেই সুযোগে বিরোধী দল থেকে মাহিন্দা রাজাপাকসা প্রধানমন্ত্রী হলেন। শপথও নিয়েছেন ছোট ভাইয়ের কাছে।

শ্রীলঙ্কার পুরো প্রশাসন এখন একটি পরিবারের হাতে চলে গেল। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ায় পরিবারতান্ত্রিক রাজনীতির চূড়ান্ত নজির স্থাপিত হলো সে দেশে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন