লাওসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  22-11-2019 12:28PM


পিএনএস ডেস্ক: লাওসের উত্তরাঞ্চলীয় জায়াবুরি প্রদেশের হংসা জেলায় বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৭টি ভবন ক্ষতিগ্রস্ত ও দু’জন আহত হয়েছেন। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। খবর সিনহুয়া’র।

আজ শুক্রবার স্থানীয় দৈনিক ভিয়েনতিয়েন টাইমস জানায়, হংসা জেলা দপ্তরের পরিচালক লায়ি ওনসোম্বুন জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে যে এ জেলায় ভূমিকম্পে ১৩টি ভবন ও চারটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ‘অনেক ঘরবাড়ির দেয়াল ভেঙ্গে পড়েছে। এতে দু’জন সামান্য আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। আমরা এখন ক্ষতির পরিমাণ নিরূপন করছি। তবে কিছু গ্রামের ক্ষতির খবর আমরা এখনো হাতে পাইনি।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে থাইল্যান্ড ও লাওসের উত্তরাঞ্চলের মাঝামাঝি হংসা ও সীমান্ত এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন