আবারও ট্রাম্পের উপর ক্ষেপলেন কিম

  06-12-2019 05:18PM

পিএনএস ডেস্ক : দীর্ঘ এক বছরের বিরতি শেষে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষেপলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দেয়ার পর উত্তর কোরিয়া পাল্টা জবাবে জানায়, ট্রাম্পের বক্তব্য একজন ‘বৃদ্ধ ও মানসিকভাবে অসুস্থ মানুষের আস্ফালন’।

২০১৭ সালে ট্রাম্পকে প্রথম ‘বৃদ্ধ ও মানসিকভাবে অসুস্থ’ বলে সমালোচনা করে উত্তর কোরিয়া। বিবিসির কোরিয়া প্রতিবেদক জানান, ১ বছর পর এবারই প্রথম পিয়ংইয়ং সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করল।

যে বাক্য উত্তর কোরিয়া ট্রাম্পের উদ্দেশ্যে ব্যবহার করেছে তা হচ্ছে ‘ডোটেজ অব ডোটরড’। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ‘ডটেজ’ অর্থ বয়স্ক বা বৃদ্ধ এবং ‘ডোটরড’ অর্থ যার মানসিক স্থিতি বয়সের কারণে ঠিক নিই।

ট্রাম্প ও কিম দুইজন প্রথম মুখোমুখি হন সিঙ্গাপুরে ২০১৮ সালের জুন মাসে। তাদের পরবর্তী সাক্ষাৎ হয় পারমানবিক নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া নিয়ে ভিয়েতনামে আলোচনার জন্য। কিন্তু এরপর থেকে তাদের আলোচনা বন্ধ। উল্টো চলতি বছরের জুন মাসে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। খবর বিবিসি

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন