২৬০০ বিক্ষোভকারীকে মুক্তি দিলো ইরাক

  09-12-2019 11:33AM

পিএনএস ডেস্ক : ইরাকের সরকারবিরোধী আন্দোলনে আটককৃত দুই হাজার ৬০০ জন বিক্ষোভকারীদের মুক্তি দিলো ইরাক। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সর্ব্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ।

রবিবার (৮ ডিসেম্বর) বিক্ষোভকারীকে আদলতের মাধ্যমে মুক্তি দেওয় হয়।

এক বিবৃতিতে সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল জানিয়েছেন, ১৮১ জন বিক্ষোভকারীদের এখনও তদন্ত চলছে।

ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তথ্য অনুসারে, অক্টোবরের প্রথম থেকেই ইরাক ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে এই পর্যন্ত ৪৬০ জন ইরাকি মারা গেছেন এবং ১৭,০০০ আহত হয়েছেন।

চলতিমাসের ১ তারিখে, ইরাকি সংসদদের দুর্নীতি ও দরিদ্র জীবনযাত্রার বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি পদত্যাগ করেন।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন