মার্কিন পার্লামেন্টে পাস উইঘুর বিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: চীন

  10-12-2019 10:09AM


পিএনএস ডেস্ক: মার্কিন পার্লামেন্টে পাস হওয়া উইঘুর বিলকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

একই সঙ্গে এই বিল পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনায় মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল পাস হয়।

সোমবার চীনের পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশের গভর্নর শোহরাত জাকির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উইঘুর নিয়ে বিতর্কিত প্রচারণা চালানোর অভিযোগ করেন।

উইঘুর মুসলিমদের নিপীড়ন ও হংকং বিক্ষোভকারীদের ব্যাপারে সমপ্রতি মার্কিন পার্লামেন্টে বিল পাসের ঘটনায় দেশ দুইটির সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এই উত্তেজনার ফলে দুই দেশের মাঝে প্রায় ১৭ মাস ধরে চলে আসা বাণিজ্য যুদ্ধের অবসানের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিকে আরও জটিল করে তুলেছে। —রয়টার্স ও আল জাজিরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন