ব্রিটিশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি

  13-12-2019 11:34AM

পিএনএস ডেস্ক: ব্রিটিশ নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভরা পেয়েছে ৩৩০ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৯৬ আসন। ফলে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি।

ব্রেক্সিটের পক্ষে থাকা কনজারভেটিভ পার্টির পক্ষে নির্বাচনের ফলাফল আসায় এবার নির্বিঘ্নে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পারবে যুক্তরাজ্য, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা।

এতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে দুই দলের হয়ে যারা লড়ছেন, তাদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি বংশোদ্ভূত। এদের মধ্যে আলোচনায় রয়েছেন পাঁচজন। তারা হলেন- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম ও ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ। তারা পাঁচজনই লড়ছেন বামধারার রাজনীতিক দল লেবারের প্রার্থী হিসেবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক লেবার পার্টির হয়ে জয়লাভ করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন