দেশের ফেরার পর সুচিকে রাজসিক অভ্যর্থনা

  15-12-2019 11:19AM


পিএনএস ডেস্ক: সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ হলেও সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি দেশের হয়ে আদালতে লড়েছেন। সে জন্য দেশের ফেরার পর অং সান সু চিকে অভ্যর্থনা জানানো হয়েছে। দেশে পৌঁছানোর পর সু চির কালো গাড়ি যখন ধীরে ধীরে গন্তব্যের দিকে যাচ্ছিল তখন সড়কের দু'পাশে উপস্থিত ছিলেন শত শত মানুষ। তাদের হাতে ছিল পতাকা, সু চির ছবি এবং এসময় তারা সু চিকে জোর গলায় অভিনন্দন জানান। সু চিও গাড়ি জানালা খুলে তাদের অভিনন্দনের জবাব দেন। এসময় তার মুখে ছিল হাসি।

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। তবে আদালতে দেয়া দীর্ঘ বক্তব্যে সু চি সে অভিযোগ অস্বীকার করেছেন। মিয়ানমারের ওপর অন্তবর্তীকালীন আদেশ চেয়ে গাম্বিয়া যে আবেদন জানিয়েছে তারও বিরোধিতা করেছেন দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে নোবেল পাওয়া সু চি। সূত্র: রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন