ভারতে ঘুম না আসায় তিন তলা থেকে লাফিয়ে পড়ল রোগী!

  16-12-2019 04:40PM

পিএনএস ডেস্ক:রাতে ঘুম না হওয়ায় হাসপাতালের তিন তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলা সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। খবর- এনডিটিভি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গত শনিবার সকালে ভিশেশ সিং নিগম (৩৫) নামের ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্ঘুম রাত কাটানোর কথা তিনি চিকিৎসককে জানিয়েছিলেন। রাতেই তিনি তিন তলা থেকে লাফিয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা রোগীর এই অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এরপর রোগীকে আধা ঘণ্টা চিকিৎসা দেয়ার পর একপর্যায়ে মারা যায়।

হাসপাতালের এক চিকিৎসক জানান, রোগীর ঘুম না হওয়ায় এই পথ বেছে নিতে পারেন। হাসপাতালের লোকজন তাকে মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। একপর্যায়ে রোগী হাসপাতালের তৃতীয় তলায় অবস্থানকালে শৌচাগারের ভেন্টিলেটর লাইট দিয়ে জানালা ভেঙে নিচে লাফ দেন।

এদিকে পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন